প্রকাশিত: Wed, Dec 14, 2022 1:03 PM
আপডেট: Sun, Jan 25, 2026 6:12 PM

তাইওয়ানের আকাশে চীনের ১৮টি পারমাণবিক যুদ্ধবিমান

মাজহারুল ইসলাম: তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ১৮টি পারমাণবিক সক্ষমতার বোমারু বিমানসহ মোট ২১টি যুদ্ধ বিমান পাঠিয়েছে চীন।মঙ্গলবার তাইপেই এই অভিযোগ সামনে আনে। তাইওয়ান থেকে আমদানি নিষিদ্ধ করার কয়েক দিনের মাথায় সেখানে বোমারু বিমান পাঠানোর এমন ঘটনা ঘটল। এএফপি, সিএনএন

মঙ্গলবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ২১টি বিমান তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এলাকায় হানা দেয়। এর মধ্যে ১৮টি পারমাণবিক সক্ষমতার এইচ-৬ বোমারু বিমান ছিল। এইচ-৬ চীনের দূরপাল্লার বোমারু বিমান, যা পরমাণু অস্ত্র বহন করতে পারে। এখন পর্যন্ত এটাই সবচেয়ে বেশি বোমারু বিমান মহড়ার ঘটনা। এর আগে তাইওয়ানের খাদ্য, পানীয়, অ্যালকোহল ও মৎস্য পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় চীন। এ ঘটনাকে তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেংচ্যাং তাইওয়ানের বিরুদ্ধে বৈষম্য ও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।তাইওয়ান নিজেকে গণতান্ত্রিক দ্বীপ মনে করলেও চীন একে তাদের অংশ বলে মনে করে। দ্বীপটি চীনের মূল ভ‚খÐের সঙ্গে যুক্ত করার কথাও বলছে বেইজিং। সম্পাদনা: খালিদ আহমেদ